বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ - ১০:০৮
আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা!

রাসুলুল্লাহ (সা.)-এর উদ্বৃতিতে ইমাম জাফর সাদিক (আ.) মানুষদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ বা বান্দার পরিচয় তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেছেন—

سُئِلَ رَسُولُ اللّهِ صلی‌الله‌علیه‌وآله عَنْ اَحَبِ النّاسِ اِلَی اللّهِ؟ قالَ: اَنْفَعُ النّاسِ لِلنّاسِ

অর্থাৎ, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো— আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? তিনি উত্তরে বললেন, “সে ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণ ও উপকার বয়ে আনে।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৩, পৃষ্ঠা ৩৩৯]

এ হাদিস আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে ইবাদত ও ব্যক্তিগত নেক আমলের পাশাপাশি মানুষের সেবায় আত্মনিয়োগ করাই প্রধান শর্ত। মানুষের উপকারে নিয়োজিত হওয়া-ই হলো প্রকৃত ঈমান ও আল্লাহপ্রেমের বহিঃপ্রকাশ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha